ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইনসেই বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
ইনসেই বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে কোরিয়ার ইনসেই বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা রোববার (৭ আগস্ট) ফৌজদারহাটে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।  চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও ইনসেই বিশ্ববিদ্যালয় হেলথ সিস্টেম এর অধ্যাপক ডা. সিনকি অন মতবিনিময় সভায় নেতৃত্ব দেন।

উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বাংলাদেশের মেডিক্যাল ও নার্সিং কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন। ইনসেই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেইপিজেড এলাকায় বড় পরিসরে মেডিক্যাল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে বলে সভায় অবহিত করা হয়।

 

অধ্যাপক সিনকি অন বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা  করেছে। এখন স্বাস্থ্য ব্যবস্থায় তারা কাজ করতে আগ্রহী। ইনসেই বিশ্ববিদ্যালয় নার্সিং এর অধ্যাপক টুই লি, অধ্যাপক সু জিং লি, অধ্যাপক জে ওই কিম ছাড়াও ইনসেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররা সভায় উপস্থিত ছিলেন। ইয়ং ওয়ান গ্রুপের জেনেরাল ম্যানেজার কর্নেল (অব.) শাহজাহান সভায় যোগ দেন।
 
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, বেসিক সাইন্স এর ডিন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, নার্সিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ারুল হক শামীম, ডেন্টাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, মা ও  শিশু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোশতাক হোসেন চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. অনিরুদ্ধ জয়, অধ্যাপক ডা. নুরুল হুদা, বিআইটিআইডির পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. নাসিরউদ্দিন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।