ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুই ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানতের রানওয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, আগস্ট ৭, ২০২২
দুই ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানতের রানওয়ে ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।  

রোববার (৭ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, বাংলাদেশি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন অবতরণের পর পার্কিংয়ে নেওয়ার সময় চাকায় সমস্যা দেখা দেয়।

পাইলট প্লেনটি রানওয়েতে থামিয়ে দেন। এরপর সেটি টো করে পার্কিংয়ে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।