ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে মারধর ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।  

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্য সচিব, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে সদস্য করা হয়েছে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। আমরা ঘটনার সঙ্গে জড়িত শনাক্তের চেষ্টা করবো।

এর আগে গত ১৭ জুলাই রাতে চবির এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে ৫ জনের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ছাত্রী ও তাঁর বন্ধুকে মারধর করে মোবাইলফোন ছিনতাই করে অভিযুক্তরা।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।