চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে মারধর ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্য সচিব, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে সদস্য করা হয়েছে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই রাতে চবির এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে ৫ জনের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ছাত্রী ও তাঁর বন্ধুকে মারধর করে মোবাইলফোন ছিনতাই করে অভিযুক্তরা।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএ/টিসি