চট্টগ্রাম: বাঁশখালী থানার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. ফখরুদ্দিন (২৪) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (৬ জুলাই) সকালে মুনকিরচর মল্লা পাড়ায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, নিজবাড়িতে অজ্ঞাত কারণে মো. ফখরুদ্দিন বিষপান করে। মুমূর্ষু অবস্থায় দুুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এমআই/টিসি