ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রীর রহস্যজনক মৃত্যু: কাউন্সিলর পুত্র ২ দিনের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
স্ত্রীর রহস্যজনক মৃত্যু: কাউন্সিলর পুত্র ২ দিনের রিমান্ডে  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী নওশাদুল আমিনের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

২ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।  

এর আগে গত ৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার পরিদর্শক নাজমুল হাসান ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

 

এর আগে শনিবার (২ জুলাই) রাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় নওশাদুল আমীন ও তার মাকে আসামি করা হয়। একই দিন সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ নওশাদুল আমিনের স্ত্রী রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।