চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় এসি ল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৬ বছর বয়সী এক ছাত্রী।
সোমবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ের ৫ নম্বর ওয়ার্ডের সাকর আলি তালুকদার বাড়িতে ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অপ্রাপ্তবয়স্ক দুইজন মেয়ের বিয়ের আয়োজন করতে যাচ্ছে তাদের পরিবার। এ তথ্যের ভিত্তিতে এসে দেখি একজনের বিয়ের উপযুক্ত বয়স হলেও অন্যজন স্কুলছাত্রী, বয়স ১৬ বছর। পরে উপযুক্ত বয়স না হওয়ায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে তার পরিবারকে বুঝিয়েছি এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
বিই/টিসি