ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, জুলাই ৪, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯৩ জন

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৬০৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮২ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৮১২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৩২ জন। নতুন একজনের মৃত্যুসহ মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জন। এর মধ্যে ৭৩৫ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।