ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলের টিকিট কালোবাজারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
রেলের টিকিট কালোবাজারি আটক 

চট্টগ্রাম: রেলওয়ে স্টেশন থেকে মহানগর গোধূলির ৫টি টিকিটসহ মো. আব্দুর রহমান (৩০) নামের  এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)।  

শনিবার(২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাঁকে আটক করা হয়।

পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বাংলানিউজকে বলেন, টিকিটের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি স্বীকার করেছেন তিনি একজন টিকিট কালোবাজারি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।  

আরএনবি কমান্ড্যান্ট (সদর) সত্যজিৎ দাশ বাংলানিউজকে বলেন, ঈদ যাত্রায় টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের জন্য বিভিন্ন কৌশলে ইউনিফরম ও সাদা পোশাকে আরএনবি চৌকি (জেনারেল), অস্ত্র শাখা ও গোয়েন্দা শাখার অফিসার ও সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।

এছাড়াও কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে স্টেশনে আরএনবি সদস্যদের নজরদারি বৃদ্ধি করা হয়।  

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।