ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিলেটে বন্যাদুর্গতদের পাশে ফারাজ করিম চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ২, ২০২২
সিলেটে বন্যাদুর্গতদের পাশে ফারাজ করিম চৌধুরী  ...

চট্টগ্রাম: দেশের বিভিন্ন স্থানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ 

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোণা ও কিশোরগঞ্জের পর আবারো সিলেটের বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুক্রবার (১ জুলাই) সকাল থেকে সারাদিনব্যাপী সিলেট কানাইঘাট, জৈন্তাপুর, সদর উপজেলার বন্যাদুর্গত মইয়ারচর এলাকায় ও কোম্পানিগঞ্জ উপজেলার ৩ নম্বর তেলিখাল ইউনিয়নের ছাতলপার, বিলাজুর এলাকাসহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত ৩ হাজার মানুষের মাঝে ১০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন ফারাজ করিম চৌধুরী৷ 

উল্লেখ্য, দেশে বন্যা পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ, ৫০১ পরিবারকে ঘর নির্মাণ ও ১০০ গরু দিয়ে কোরবানির মাংস বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন ফারাজ করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা,  জুলাই ০২, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।