ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোটারির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার তানভীর শাহরিয়ার রিমন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১, ২০২২
রোটারির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার তানভীর শাহরিয়ার রিমন ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর নতুন রোটাবছর (২০২২-২৩) শুরু হয়েছে ১ জুলাই থেকে। এই নতুন বর্ষে রোটারি জেলা ৩২৮২ এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রোটারিয়ান পিপি তানভীর শাহরিয়ার রিমন।

জেলা গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী তাকে এই দায়িত্ব দেন। এই দায়িত্বের পাশাপাশি এ বছর তিনি ব্র্যান্ডিং রোটারি’র চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

তিনি ২০১৪ সালে রোটারিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে ক্লাব সভাপতি, জেলার বিভিন্ন কমিটির চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ট্রেনিং টিমের অন্যতম প্রশিক্ষক এবং সর্বশেষ অ্যাসিস্টেন্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তানভীর শাহরিয়ার রিমন দেশের অন্যতম শীর্ষ রিয়েল অ্যাস্টেট প্রতিষ্ঠান র‌্যাংকস এফসি প্রপার্টিজের সিইও। পাশাপাশি তিনি দাতব্য প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস এর প্রতিষ্ঠাতা।

করোনাকালে অসমান্য ভূমিকার জন্য রোটারি ইন্টারন্যাশনাল এর কোভিড হিরো অ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।