ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পদ্মা সেতু আজ বাংলার বিস্ময়: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ২২, ২০২২
পদ্মা সেতু আজ বাংলার বিস্ময়: আ জ ম নাছির  বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: বৈ‌শ্বিক অর্থনী‌তি‌তে চলমান মুদ্রাস্ফীতি সমস্যা স‌ত্ত্বেও দে‌শের অর্থ‌নৈ‌তিক প্রবৃ‌দ্ধি ঠিক রে‌খে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এ‌কের পর এক মেগা প্রক‌ল্প বাস্তবায়‌ন করছে। উন্নয়ন অগ্রগতির সূচকে বাংলা‌দেশ আজ বি‌শ্বের ইমার্জিং টাইগার।

 

ঘরে বাইরে নানামুখী ষড়যন্ত্র পা‌য়ে মা‌ড়ি‌য়ে প্রায় ৩০ হাজার ১৯৩ কো‌টি টাকা ব্যয়ে পদ্মা সেতু বাস্তবায়ন হ‌য়ে‌ছে বাংলা‌দে‌শের নিজস্ব অর্থায়‌নে। ২৫ জুন সকাল ১০টায় চ্যালে‌ঞ্জিং পদ্মা সেতুর উ‌দ্বোধন কর‌বেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু আজ বাংলার বিস্ময়।  

পদ্মা সেতু বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার (২২ জুন) বিকেলে নগরের সেগুনবাগানের তালীমূল কোরআন কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আ জ ম নাছির বলেন, পদ্মা সেতু শুধু বাংলাদেশের একটি স্বপ্নের বাস্তবায়ন নয়, পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই‌য়ের চূড়ান্ত বিজয় অর্জন। বঙ্গবন্ধুর কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার দৃঢ় ম‌নোবল, সততা, সাহ‌সিকতা ও দূরদর্শিতায় সব চ্যালেঞ্জ মোকা‌বেলা ক‌রে এই পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষভা‌বে দে‌শের দ‌ক্ষিন-প‌শ্চিমাঞ্চলের ২১‌টি জেলা নি‌য়ে প্রায় ৪৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা সমগ্র দেশের পরিবহন নেটওয়ার্ক এবং অর্থনৈতিক অবকাঠামোতে যুক্ত হচ্ছে।  

চট্টগ্রাম তালীমূল কোরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও জালালাবাদ বড় মাদ্রাসার নির্বাহী মুস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংবাদিক দিদার আশরাফী, নগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত, তালীমূল কোরআন কমপ্লেক্সের নির্বাহী পরিচালক মাওলানা আজহার উদ্দিন, মহিউসুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান নেজাম উদ্দিন সোলতান, হাফেজ মাওলানা নাছির উদ্দীন, হাফেজ আজিজ উল্লাহ, মাওলানা সেলিম মাহাদী, মাওলানা আজিজ, মাওলানা ইমরান, মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে তালীমূল কোরান কমপ্লেক্সের শিক্ষক- কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।