ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলার পিপি সিরাজুলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
চট্টগ্রাম জেলার পিপি সিরাজুলের মৃত্যু

চট্টগ্রাম: জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।  (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

 

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি  বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।  

শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিলে প্রাঙ্গণে তার প্রথম জানাজার পর মরদেহ গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমআই/কেএআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।