ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
নগরে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ৫১৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ১৪ জন এবং হাটহাজারীতে ২ জন।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ০৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিআইটিআইডি ল্যাবে ৭৭টি নমুনা পরীক্ষা করে ৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ২ জন, ৪১টি অ্যান্টিজেন টেস্টে ২ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষা করে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনার মধ্যে ১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষায় ১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি নমুনার মধ্যে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়া মেডিক্যাল সেন্টারে হাসপাতালে ১২টি, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২০১টি ও এভারকেয়ার হাসপাতালে ৬টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ১৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।