ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙ্গালি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০২২
‘ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙ্গালি’

চট্টগ্রাম: আন্তজার্তিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইসকন) এর  উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের  স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নগরের নন্দন কাননে শ্রী শ্রী রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত হয় এ উৎসব।

 

এতে উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের   সিনিয়র সহ-সভাপতি ইসকন রংপুরের  অধ্যক্ষ শ্রীমদ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র।  জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতায় দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মধ্যে অন্যতম নজির স্থাপন করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙ্গালি। এটাই আমাদের বড় পরিচয়। এটাই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এই আদর্শকে আমি বুকে ধারণ করি।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসকনের বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দির  এবং গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীমান পণ্ডিত গদাধর দাস, নন্দনকান শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান তারণ নিত্যানন্দ দাস, কাউন্সিলর পুলকখাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।