ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় ১৩ পুলিশ আহতের ঘটনায় চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২২, ২০২২
বাসের ধাক্কায় ১৩ পুলিশ আহতের ঘটনায় চালক গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৩ জন আহত হওয়ার ঘটনায় বাসচালককে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসটির চালক নাহিদুল ইসলাম স্বপনকে পাহাড়তলী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছিল।

ঘটনার পরে শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে নগরের পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২২ মে, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।