ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঈদ উৎসবে চবির প্রাক্তনদের মিলনমেলা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মে ২০, ২০২২
ঈদ উৎসবে চবির প্রাক্তনদের মিলনমেলা  উৎসবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: 'রঙ ছড়িয়ে সবার মনে, ঈদ এলো আজ জনে জনে' প্রতিপাদ্যে ঈদ আনন্দ উৎসব আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আয়োজন করা হয় চবি প্রাক্তন শিক্ষার্থীদের এ ঈদ আনন্দ উৎসব।

 

উৎসবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থী। এসময় জনপ্রিয় ব্যান্ডদল ভয়েস অব মাইলস ও জলের গানের তালে তালে ঈদ আনন্দ ভাগাভাগি করেন নেন প্রাক্তনরা।

উৎসবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক ও চিটাগং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাহান চৌধুরী।  

বক্তারা বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর এ ধরনের কোনও আয়োজন না হলেও ঈদ উপলক্ষে এ আনন্দ উৎসব প্রাক্তনদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা আশাকরি ভবিষ্যতেও চবির প্রাক্তন শিক্ষার্থীদের এমন আয়োজনে মুখরিত হবে চট্টগ্রাম নগর।  

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জহুরুল আলম, হানিফা নজিব হানা, মুসলিম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২০ মে, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।