চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জেল রোড থেকে চোরাই মোটরসাইকেলসহ আবিদুল হক বাবু (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে ) ভোর সোয়া ৩টার দিকে আমানত শাহ (র.) মাজারের গলির সামনে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, সিআরবি সাত রাস্তার মোড় থেকে গত ১২ মে অজ্ঞাতনামা চোরেরা একটি নীল রঙের ইয়ামাহা ফেজার-১৫৩ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহম্পতিবার ভোর সোয়া ৩টার দিক জেল রোডের আমানত শাহ মাজার গলির সামনে থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আবিদুল হক বাবুকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমআই/টিসি