চট্টগ্রাম: সামাজিক সংগঠন ‘আমাদের স্বপ্ন’র উদ্যোগে গরিব দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে নগর যুবলীগ নেতা দিদারুল আলম, নাজমুল হক ডিউক, ওয়াহিদুল আলম শিমুল, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রুবেল আহমদ বাবু, জাফর উল্লাহ মজুমদার, শরীফুল ইসলাম মিয়াজী, রায়হানুল কবির শামীম, ইফতেখার পথিক, সানজীদ, আবির, রানা, আমিনুল ইসলাম শাওন, সালাউদ্দিন আকাশ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২৫০ জনকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এআর/টিসি