ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌ পুলিশের অভিযানে হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
নৌ পুলিশের অভিযানে হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীর মোহনায় নৌ পুলিশের অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।  

রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে হালদা নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় অবৈধভাবে পাতানো দাবিদারহীন বিপুল পরিমাণ সুতার ভাসান জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা সুতার জালের দৈর্ঘ্য আনুমানিক ১২ হাজার মিটার।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হালদা নৌ পুলিশ ক্যাম্প ও বরাদ্দকৃত স্পিড বোটের মাধ্যম হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো জাল উদ্ধার করছে। যার কারণে বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজের মা-মাছ রক্ষার অভিযান বেগবান হয়েছে।
আমাদের সমন্বিত প্রয়াস অব্যাহত থাকবে। সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।