ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় বর্জ্যমিশ্রিত পানি পানে ৪ গরুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আনোয়ারায় বর্জ্যমিশ্রিত পানি পানে ৪ গরুর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪টি গরু মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মাঝিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে মৃত গরুগুলো নিয়ে মালিকরা কারখানার গেটে অবস্থান নেন।

ক্ষতিগ্রস্ত মো. হোসেন, মো. মনির ও সৈয়দ জামালের অভিযোগ, কিছুদিন পর পর রাঙ্গাদিয়ায় সিইউএফএল এর বিষাক্ত বর্জ্য ছেড়ে দেওয়া হয়।

এসব রাসায়নিক বর্জ্য গোবাদিয়া খাল হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশছে। বিষাক্ত পানির কারণে এলাকায় চাষাবাদ হচ্ছে না। এই পানি পান করে ৪টি গরু মারা গেছে।

এর আগে গত বছরের ৬ মে এই কারখানার বর্জ্যমিশ্রিত পানি পান করে ৮টি মহিষ মারা যায়।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সিইউএফএল এর বর্জ্য পরিশোধনাগার থাকলেও সেটি ব্যবহার না করার ফলে এমন ঘটনা ঘটছে। বিষয়টি ভূমিমন্ত্রীকে অবহিত করা হবে।  

এ বিষয়ে সিইউএফএলের জেনারেল ম্যানেজার (জিএম) মাঈনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।