ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
সাংবাদিক মোস্তফা কামাল পাশা আর নেই মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল পাশা শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরের মেডিক্যাল সেন্টারে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার ১ম নামাজে জানাজা দুপুর ২টায় কাজীর দেউড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

২য় জানাজা অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। এরপর হাটহাজারীর ধলই গ্রামের বাড়িতে ৩য় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্ম নেন মোস্তফা কামাল পাশা। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন। ৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তারা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।