ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, দায়িত্ব: এমএ মোতালেব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, দায়িত্ব: এমএ মোতালেব  ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যক্তিগত উদ্যেগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সাতকানিয়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা এনামুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, মোহাম্মদ আইয়াজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, সৎজিত কর, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।

প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৭ হাজার মানুষকে এ ইফতার সামগ্রী দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।