ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী  বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী  বিতরণ ...

চট্টগ্রাম: মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গ্যাসের দাম, পানির দাম বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দেশের অবস্থা নাজুক। আপনারা যদি ব্যর্থ হন তাহলে দয়া করে পদত্যাগ করুন।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রাবেয়া বেগম রাবুর সৌজন্যে সুবিধাবঞ্চিত দরিদ্র মহিলাদের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল কিন্তু রমজান আসার পরপরই সবকিছুই এখন আকাশচুম্বী।

 

নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম বাবুর সভাপতিত্বে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নগর বিএনপি যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনি, পাঁচলাইশ থানা বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ আলী ও নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রমুখ।

এদিকে নগরের অলংকার মো‌ড়ে নগর যুবদ‌লের যুগ্ম সম্পাদক এসএম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া) সার্বিক তত্ত্বাবধানে প‌বিত্র রমজান উপল‌ক্ষে মস‌জি‌দের ইমাম মুয়াজ্জিন ও সু‌বিধাব‌ঞ্চিত অসহায় মানু‌ষের মা‌ঝে উপহার সাম‌গ্রী বিতরণ কা‌লে প্রধান অ‌তি‌থি ছিলেন নগর বিএন‌পির সদস্যস‌চিব আবুল হা‌শেম বক্কর। উপ‌স্থিত ছি‌লেন সীতাকুণ্ড থানা বিএন‌পির আহবায়ক ইসহাক কা‌দের চৌধুরী, নগর বিএন‌পির সা‌বেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কামাল উ‌দ্দিন, আকবরশাহ থানা বিএন‌পির সাধারণ সম্পাদক মাঈন উ‌দ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছা‌সেবক দ‌লের সহ সভাপ‌তি শহীদুল্লাহ বাহার, নগর যুবদ‌লের যুগ্ম সম্পাদক হা‌বিবুর রহমান মাসুম, বিএন‌পি নেতা আবদুল মোনা‌য়েম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।