ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ১৩ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ১৩ মে সংবাদ সম্মেলন।

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ১৩ মে নগরের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহম্মেদ।

স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, প্রীতিভোজসহ বিভিন্ন ইভেন্ট থাকবে পুনর্মিলনীতে।  

চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।

পাশাপাশি ccru.agamievent.org লিংকে ঢুকে অনলাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। অংশগ্রহণ ফি ১ হাজার টাকা।

প্রকৌশলী আলী আহম্মেদ বলেন, এ পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান।

তিনি বলেন, এ পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। পুনর্মিলনীর পরে সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্যসচিব এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।