ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ২ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৪১৬টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৮ শতাংশ।

 নতুন আক্রান্তরা নগরের বাসিন্দা।  

শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময়ে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে বিআইটিআইডি ল্যাবে, ১২৮টি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৬ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।