ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের সঙ্গে বাফা’র মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের সঙ্গে বাফা’র মতবিনিময় ...

চট্টগ্রাম: বন্দরে আমদানি কনটেইনারের ভাঙা সিল ও বিদ্যমান কিছু সমস্যা নিয়ে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালক দোলন বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্দরের টার্মিনাল ম্যানেজার মো. কুদরত-ই-খুদার সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রতিনিধি দলে ছিলেন বাফার সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, সহ-সভাপতি খায়রুল আলম সুজন, আনোয়ার হোসেন, আরিফুল আলম মজুমদার, মো. আনোয়ারুল কবির কামরুল প্রমুখ।

 

সমস্যাগুলো সমাধানে তৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফ্রেইট ফরোয়ার্ডার্সদের শতভাগ এলসিএল পণ্যভর্তি কনটেইনার দ্রুত খালাস নেওয়ার জন্য আমদানিকারকদের তাগাদা দেওয়ার অনুরোধ জানান টার্মিনাল ম্যানেজার।

সভায় বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী টার্মিনাল ম্যানেজার (শিপ অ্যান্ড ইয়ার্ড) আশরাফ করিম চৌধুরী, সহকারী টার্মিনাল ম্যানেজার (প্রশাসন ও সিএফএস) মো. আনিস উদ্দিন আহমদ প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad