ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশে নির্বাচনী মাঠে ১৭ ম্যাজিস্ট্রেট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশে নির্বাচনী মাঠে ১৭ ম্যাজিস্ট্রেট  ...

চট্টগ্রাম: আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার (৫ জানুয়ারি )। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

মঙ্গলবার  (৪ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।  

তিনি বলেন, আগামীকাল (৫ জানুয়ারি) আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন।  

জানা গেছে, ২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোয়ালখালী উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জিসান বিন মাজেদ, মামনুন আহমেদ অনিক, মো. রাজীব হোসেন, আবু রায়হান, এসএমএন জামিউল হিকমা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, রাজিব চৌধুরী, শিরিণ আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান ও সুবল চাকমা।

চন্দনাইশ উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সজীব কান্তি রুদ্র, আশরাফুল আলম, মো. মাসুদ রানা  দায়িত্ব পালন করবেন।  

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবমিলিয়ে ভোটার রয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন।

বাংলাদেশ সময়: ১৩.৩০ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।