ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ঝুট গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
নগরে ঝুট গুদামে আগুন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের আতুরার ডিপো এলাকায় ৪টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমদিকে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
 
ক্ষতিগ্রস্ত এক গুদাম মালিক মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, এই গুদামে শীতকালীন পোশাক এনে রাখা হয়। শীত মৌসুমকে কেন্দ্র করে ২৯ লাখ টাকার কাপড় সংগ্রহ করে রাখা হয়। কিন্তু গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।