ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বন্দরের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: বন্দর চেয়ারম্যানের বাংলোর সংরক্ষিত এলাকা, পুলিশ ফাঁড়ির আশপাশ ও সিআরবি-টাইগারপাস এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চলে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

অভিযানে ১৫ জন পুলিশ, ২৫ জন আনসার, ১০ জন শ্রমিক অংশ নেন।

ব্যবহার করা হয় ১টি স্ক্যাভেটার ও ১টি ফর্কলিফট।  

বন্দর সূত্রে জানা গেছে, অভিযানে ৩টি সেমিপাকা কাঠামো উচ্ছেদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।