ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এনএসআই পরিচয়ে প্রতারণা, আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এনএসআই পরিচয়ে প্রতারণা, আটক ১ 

চট্টগ্রাম: নগরে ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সেজে প্রতারণার সময় আসিফুল আহসান রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ২টি নকল এনএসআইয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।  

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বাংলানিউজকে বলেন, ভুয়া এনএসআই সেজে প্রতারণার সময় আসিফুল আহসান রাব্বি নামে একজনকে আটক করা হয়েছে।

সে চাকরির লোভ দেখিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।