ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু শিল্পনগর একটি পরিকল্পিত শিল্পাঞ্চল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বঙ্গবন্ধু শিল্পনগর একটি পরিকল্পিত শিল্পাঞ্চল

মিরসরাই (চট্টগ্রাম): সৌদি আরব সরকারের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী এইচ ই অ্যানগর সালেহ নাসের এ আল জাসের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।  

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সফর সঙ্গীদের নিয়ে বৃক্ষরোপণ ও ভূমি পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বেজা কনফারেন্স রুমে বেজা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
 
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করে সৌদি মন্ত্রী এইচ ই অ্যানগর সালেহ নাসের এ আল জাসের বলেন, সৌদি সরকার সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর একটি পরিকল্পিত শিল্পাঞ্চল। এটির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কথা বলবেন এবং এখানে বিনিয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।