ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, নভেম্বর ২৫, ২০২১
সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ভুজপুরে সেপটিক ট্যাংক থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর পশ্চিম ভুজপুর ইউনিয়নের হাজী শিকদার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছেন পুলিশ।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভিতর অর্ধগলিত মরদেহ রয়েছে। সুরতহাল শেষ করে মরদেহ তোলার ব্যবস্থা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।