ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান চমেক ছাত্রলীগ একাংশের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান চমেক ছাত্রলীগ একাংশের ফাইল ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার ও ইন্টার্ন হোস্টেলের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানের পদত্যাগ দাবী করেছেন ছাত্রলীগের একাংশ।  

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ২৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবী করেন।

এসময় তারা বলেন, গত ২৯ ও ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ। কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আকিবের ওপর হামলাকারীদের সিসিটিভি ক্যামেরায় চিহ্নিত করা গেলেও অধ্যক্ষ হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি।

তিনি ক্যাম্পাসে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নির্দোষ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।