ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
চট্টগ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হুমায়ুন কবির (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কোতোয়ালি থানার আসকার দিঘীর দক্ষিণ পশ্চিম পাড় এলাকার একটি বাসা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মৃত হুমায়ুন কবির ওই এলাকার মৃত অলি উল্লাহর ছেলে।  

মৃত হুমায়ুন কবিরের ছেলে ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আমার বাবা এক সময় টেরিবাজারে কাপড়ের দোকানে চাকরি করতেন।

গত সাত-আট মাস থেকে বেকার ছিল। পারিবারিকভাবে কোন সমস্যা ছিল না। বিকেল তিনটার দিকে বাসায় এসে দেখি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন।  

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলছি, তবে প্রকৃত ঘটনা কি তা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনায়নকারীর ভাষ্যমতে পারিবারিক কলহের জের ধরে হুমায়ুন কবির গলায় ফাঁস দিয়েছে। ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad