ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৭২ শতাংশ।

এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে ৬ জন মহানগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৪৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।