ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
চবি ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভুক্তভোগী এক নারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন । মাহফুজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের ছাত্র।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে নগরের জিইসিতে এক নারীকে রাস্তায় হেনস্থার ঘটনায় রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা দায়ের করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।