ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শ্যামাপূজায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের কর্মসূচি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
শ্যামাপূজায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের কর্মসূচি  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজা চলাকালীন ও পরবর্তীতে সংঘটিত সহিংস সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আসন্ন শ্যামাপূজায় প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্মল চট্যার্জী।  

তিনি বলেন, আসন্ন শ্যামাপূজায় পূজার্থীদের আয়োজন অনুসারে প্রতিমা/ঘট/স্থায়ী বিগ্রহে পূজা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিককালে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে সব শ্যামা পূজামণ্ডপে পূজার্থীরা সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে রাখবেন এবং দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নীরবতা পালন করবেন। কেন্দ্রীয় কমিটি থেকে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়াও পূজামণ্ডপে প্রবেশের দ্বারে কালো কাপড়ে সহিংসতাবিরোধী স্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ লেখা ব্যানার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

প্রধান অতিথি মিলন কান্তি দত্ত কেন্দ্র ঘোষিত প্রতিবাদী কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য জেলা/উপজেলা/থানা/ইউনিয়ন নেতৃবৃন্দসহ পূজা মণ্ডপের পূজার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।  

সভায় বক্তব্য দেন জেলার সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নিতাই প্রসাদ ঘোষ, জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর সভাপতি আশিষ ভট্টাচার্য্য, মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, অ্যাডভোকেট পংকজ কুমার চৌধুরী।  

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা-মহানগর-উপজেলা-থানার নেতা সুভাষ চৌধুরী, বিপুল কান্তি দত্ত, নিবাস দাস সাগর, বিজয় গোপাল বৈষ্ণব, অর্পণ ব্যানার্জি, বিপ্লব চৌধুরী, হিল্লোল সেন উজ্জ্বল, শ্রীপ্রকাশ দাশ অসিত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল দে, বিকাশ মজুমদার, অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, রিমন মুহুরী, সুগ্রীব মজুমদার দোলন, বিমল চন্দ্র নাথ, রূপক শীল, রূপন চৌধুরী, অমিত লালা, রাজীব শীল, অজিত শীল, কে  আচার্য্য, রাজীব দাশগুপ্ত, নিউটন সরকার, কাজল শীল, রণজিৎ শীল, সুমন চন্দ্র নাথ, অমিতাভ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।