ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম থেকে বিএফইউজে’র ৪ নেতা নির্বাচিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
চট্টগ্রাম থেকে বিএফইউজে’র ৪ নেতা নির্বাচিত  নির্বাচিত ৪ নেতা।

চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে চট্টগ্রাম থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।  

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে ১৯৩ ভোট পেয়ে শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব পদে ১৯০ ভোট পেয়ে মহসীন কাজী এবং নির্বাহী পরিষদ সদস্য পদে ১৭৩ ভোট পেয়ে আজহার মাহমুদ ও ১৫২ ভোট পেয়ে প্রণব বড়ুয়া অর্ণব নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রের ফলাফলে সহ-সভাপতি পদে শহীদ উল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিমুদ্দিন শ্যামল পেয়েছেন ১০৭ ভোট। যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজীর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ শাহরিয়ার পেয়েছেন ১২৩ ভোট।

নির্বাহী সদস্যের দুইটি পদে আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণবের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল খান পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আমিন ও মোরশেদ আলম।

এদিকে চট্টগ্রাম থেকে নির্বাচিত ৪ জনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।