ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএসটিআইয়ের সনদ না থাকায় জরিমানা ৩০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, সেপ্টেম্বর ২২, ২০২১
বিএসটিআইয়ের সনদ না থাকায় জরিমানা ৩০ হাজার জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযান

চট্টগ্রাম: জেলা প্রশাসন ও বিএসটিআই’র সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।  

এ সময় ফ্যাশন ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রির জন্য ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান।

সহায়তা করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) ফারহানা জাহান পারুল ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি।  তাদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২ , ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।