ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, চসিকের অভিযানে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, চসিকের অভিযানে জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, চান্দগাঁও থানাধীন কামাল বাজার ও কাজীরহাট এলাকার আরাকান রোডে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্ব দেন। তিনি ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৭ জনের বিরুদ্ধে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস মেহেদিবাগে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ জনের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), চসিকের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।