ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিধিনিষেধ না মানায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
হাটহাজারীতে বিধিনিষেধ না মানায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা  হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।  

বুধবার (৪ আগস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাছারি বাজার, বাসস্ট্যান্ড, মদনহাট, উপজেলা পরিষদ মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন, লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৯টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।  

স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।