ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে আইসোলেশন সেন্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
মোস্তফা-হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে আইসোলেশন সেন্টার

চট্টগ্রাম: উত্তর কাট্টলীর আলহাজ্ব মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আগামী ৭ আগস্ট থেকে এই আইসোলেশন সেন্টার চালুর কথা রয়েছে।

 

রোববার (১ আগস্ট) মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব এম মনজুর আলমের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

 

সম্পূর্ণ বিনা খরচে এই আইসোলেশন সেন্টারে রোগীরা চিকিৎসা নিতে পারবেন বলে জানান সংশ্লিষ্টরা।  

সভায় আরও উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক নিজামুল আলম, মো. সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, আল-আমিন হাসপাতালের পরিচালক ডা. মেসবাহ্ উদ্দিন তুহিন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, নেছার আহম্মদ এবং সাবেক উপাধ্যক্ষ মো. বাদশাহ্ আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।