ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টির মধ্যে রেইনকোট পরে দিনভর  সড়কে এএসপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
বৃষ্টির মধ্যে রেইনকোট পরে দিনভর  সড়কে এএসপি

চট্টগ্রাম: দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন। রোববার (২৫ জুলাই) সকাল থেকেই চট্টগ্রামে থেমে থেমে রিমঝিম বৃষ্টি।

সেই বৃষ্টির মধ্যেই রেইনকোট পরে এবং ছাতা মাথায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


উত্তর চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে এমন দৃশ্য।

 রাস্তায় পেলেই দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবশ্য কিছু কিছু এলাকায় চেকপোস্টে বৃষ্টির কারণে পুলিশ সদস্যদের দূর থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রাঙ্গুনিয়া থানার রোয়াজার হাট এলাকায় গিয়ে দেখা গেছে,  বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখানে পুলিশ ব্যারিকেড বসিয়ে একটার পর একটা গাড়ি থামিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেস করছেন  সহকারী পুলিশ সুপার (রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা। বাইরে বের হওয়ার সঠিক কারণ যারা জানাতে পারছেন তাদের গাড়ি ব্যারিকেড পার হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। অপরদিকে যারা জরুরি কোন কারণ দেখাতে পারছে না উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদের গাড়ি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, সরকারের তরফ থেকে ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে সক্রিয় ভূমিকায় রয়েছে পুলিশ। আমরা চেষ্টা করছি, বিনা কারণে বা তুচ্ছ কারণে যারা বাইরে এসেছেন তাদেরকে বুঝিয়ে ঘরে ফেরত পাঠাতে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।