ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুন ১৯, ২০২১
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে কাজ করার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।  

শনিবার (১৯ জুন) দুপুর সোয়া ২ টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মাদামবিবি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিপন। আহত শ্রমিকরা হলেন- মো.মিন্টু, রকেট ও সোহেল।

তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মো.রুবেল মিয়া।

তিনি বাংলানিউজকে বলেন, শিপইয়ার্ডে কাজ করার সময় বিস্ফোরণে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনের মধ্যে একজন ২৪ নম্বর ওয়ার্ডে এবং বাকি ২ জন ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিন জন। ধারণা করছি কোনো দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ। তবে কি ধরণের দাহ্য পদার্থ তা নিশ্চিত হওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।