ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরির নামে তরুণীদের আটকে রেখে পতিতাবৃত্তি, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ১৮, ২০২১
চাকরির নামে তরুণীদের আটকে রেখে পতিতাবৃত্তি, আটক ৬ ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে পতিতাবৃত্তি করানোর দায়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭।  

তারা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।

শুক্রবার (১৮ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি জানান, সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে এনে ভাড়া বাসায় আটক করে পতিতাবৃত্তি করাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।  

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়-এতিম নারী ও শিশুদের চট্টগ্রাম নগরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করত। পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে তাদের একজন আরেকজনের কাছে বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।