ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দু’টি পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
চট্টগ্রামে দু’টি পিস্তলসহ অস্ত্র বিক্রেতা আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছে ২টি পিস্তল ও ৪টি ম্যাগজিন পাওয়া গেছে।



মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসটিতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।

আটক হওয়া যুবকের নাম মো.আব্দুল মজিদ ভূঁইয়া ওরফে রকি (২৪)।
তিনি নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার হাসানপুর গ্রামের মো.বদিউজ্জামান ভূঁইয়ার ছেলে।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি অস্ত্র বিক্রেতা বলে জানা গেছে। তবে তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এস আই) শহিদুর রহমান বাংলানিউজকে বলেন, রকি অস্ত্র নিয়ে নোয়াখালি থেকে জোনাকি পরিবহনের একটি বাসে করে নগরীতে প্রবেশ করছিলেন। আমরা বাসটিতে তল্লাশি শুরুর পর সে দ্রুত নেমে যাওয়ার উদ্যোগ নেয়। এতে আমাদের সন্দেহ হলে আমরা তার শরীরে তল্লাশি করে দেশিয় তৈরি ২টি পিস্তল ও চারটি ম্যাগজিন পাই।

আটক রকি’র বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এস আই শহিদুর জানান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।