ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হেঁয়াকো বাজারে আগুনে পুড়লো ৭ দোকান, আহত ৭

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ১২, ২০২৫
হেঁয়াকো বাজারে আগুনে পুড়লো ৭ দোকান, আহত ৭ ...

চট্টগ্রাম: ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে শাকিল চৌধুরী রনি, মাইনুদ্দিন ও রাশেদুল আনোয়ারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বাজারে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে মাছ বাজারের তিনটি ঘর (মাছের টং দোকান) ও চারটি ব্যাচেলর বাসা পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে আব্দুর রশিদ, আবু তাহের, মো. কামাল ও আনোয়ার হোসেনসহ সাতজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল কাইয়ুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।