ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অভিযানে মিললো আগ্নেয়াস্ত্র ও মদ, ১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, সেপ্টেম্বর ২০, ২০২৫
অভিযানে মিললো আগ্নেয়াস্ত্র ও মদ, ১ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে, উত্তর সর্দার পাড়া জ্বালাকুমারী মন্দির গেইটের সামনে রাস্তার ওপর থেকে ১টি সচল ফায়ারিং পিনবিশিষ্ট দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মন সর্দার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মন সর্দার (৩৯) আমুচিয়া ইউনিয়নের উত্তর সর্দার পাড়া সুবল মাঝির বাড়ির মৃত মেঘনাথ সর্দারের ছেলে।

বোয়ালখালী থানার এসআই মোহাম্মদ ফারুক জানান, এ ঘটনায় বোয়ালখালী থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি  মামলা দায়ের করা হয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।