ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্বের সেরা ১০০ কনটেইনার পোর্টে চট্টগ্রাম ৬৮তম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, আগস্ট ৩০, ২০২৫
বিশ্বের সেরা ১০০ কনটেইনার পোর্টে চট্টগ্রাম ৬৮তম ...

চট্টগ্রাম: বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর এক ধাপ পিছিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।


শনিবার (৩০ আগস্ট) এ তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে চীনের সাংহাই।

তালিকায় ভারতের মুন্দ্রা বন্দরের অবস্থান ২৪তম থেকে একধাপ কমে ২৫তম এবং জহরলাল নেহেরু বন্দর ২৭তম অবস্থান থেকে ৩১তম হয়েছে।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস (২০ ফুট হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরে ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউ’স কনটেইনার ওঠানামা করেছিল। ২০২২ সালে যা ছিল ৩১ লাখ ৪২ হাজার ৫০৪।  

বন্দর ব্যবহারকারীরা বলছেন, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থান, ইন্টারনেট বন্ধ, ফেনীতে ভয়াবহ বন্যা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক মন্দা, বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি, ডলার সংকট, দেশের ভেতর ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়াসহ নানা কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তারপরও মাত্র এক ধাপ নিচে নামাটা উদ্বেগের নয়।  

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, বিশ্বের সেরা বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের ওপর লয়েডস লিস্ট তালিকা প্রকাশ করে প্রতিবছর। এবারের লিস্ট এখনো আমাদের মেইলে জানানো হয়নি। ২০২৩ সালের তুলনায় চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে ২০২৪ সালে।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।