ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারার সাপের ছোবলে প্রাণ গেল কিশোরীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, আগস্ট ২, ২০২৫
আনোয়ারার সাপের ছোবলে প্রাণ গেল কিশোরীর ...

চট্টগ্রাম: আনোয়ারার রায়পুর ইউনিয়নে সাপের ছোবলে নাঈমা আকতার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নাঈমা রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। সে স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে সাপ ছোবল দেয়। পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নাঈমাকে মৃত ঘোষণা করা হয়।  

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপের ছোবলে আহত কিশোরীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।